ভারতীয় বিএসএফ বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি, নিরাপত্তা ব্যবস্থা কঠোর
- By Jamini Roy --
- 24 January, 2025
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের সঙ্গে সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি করেছে। ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফের পক্ষ থেকে এই নির্দেশনা ২৩ জানুয়ারি সন্ধ্যায় দেওয়া হয়, যার মাধ্যমে ভারতের উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় মহড়া চালানোর জন্য বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের গণমাধ্যম অনুযায়ী, বিএসএফের স্পেশাল ডিজি রবি গান্ধী এই সতর্কতা জারি করে, সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার আউটপোস্টগুলোকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তে এই সতর্কতা কার্যকর করা হবে, যা ভারতের উত্তর-পূর্ব ও পশ্চিমবঙ্গ সীমান্তের মধ্যে বিস্তৃত।
এই নির্দেশনার উদ্দেশ্য হলো সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে। বিএসএফকে আরও বলা হয়েছে, সীমান্তে বারবার মহড়া চালাতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা পরিলক্ষিত হতে দেওয়া যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সীমান্তের গতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনে রাতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে এবং নজরদারি বাড়ানো হবে। বিশেষভাবে লক্ষ্য রাখা হবে, যেখানে কাঁটাতার নেই এবং অরক্ষিত অঞ্চলগুলি রয়েছে। এসব এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হবে।
বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে বলা হয়েছে, সীমান্ত লাগোয়া গ্রামগুলোর বাসিন্দাদের এই নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতন করা প্রয়োজন। বিএসএফের শীর্ষ কর্মকর্তারা এ বিষয়টি সুনিশ্চিত করার জন্য গ্রামগুলোর লোকজনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।
বিএসএফের দায়িত্বে থাকা সীমান্তের কিছু অংশে কাঁটাতার নেই এবং এই ধরনের অরক্ষিত এলাকার নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগামী সাত দিন এই অরক্ষিত এলাকাগুলোতে পাখির চোখ করে নজরদারি চালানো হবে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি করে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সীমান্তের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মহড়া, অতিরিক্ত সেনা মোতায়েন এবং নজরদারি বৃদ্ধির মাধ্যমে সীমান্ত এলাকাগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।